Do Not Disturb Me – Bangla Motivational Speech 2021 – Best Break up Motivational Speech

ডু নট ডিস্টার্ব মি। কেউ আমাকে বিরক্ত করো না। আমি একদম ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরে আবার নিজেকে তিলে তিলে গড়ে তুলেছি। আমাকে কেউ ডিস্টার্ব করো না। কারণ, আমি আবার ঘুরে দাঁড়াতে চলেছি। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও আমি আবার একবার চেষ্টা করব। সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি আবার গড়ে তুলবো। আমাকে কেউ ডিস্টার্ব করো না। কারণ, আমি নিজেকে কথা দিয়েছি যে আমি আমার নিজের মান-মর্যাদার সবকিছু ফেরত দেবো। আমি অসফলতায় বিশ্বাস করিনা। আমি সফলতায় বিশ্বাস করি। হ্যাঁ, আমি কাপুরুষ না যে আমি হার স্বীকার করে নেব। হার জিত এর মাঝখানে আমার প্রাপ্য আমি নিয়েই নেব। আমাকে কেউ বিরক্ত করো না। আমি আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি। নিজেকে একটু একটু করে তৈরি করছি। এখন আমি 010 কিন্তু 10 টা কে আমি একদিন লিমিটলেস বানিয়ে ছাড়বো তাই আমাকে ডিস্টার্ব করোনা। আমি দিনের পর দিন শুধু পরিশ্রম করে চলেছি। আমি থামছি না। আমি হার মানছি না। আমি শুধু জানি চুরি হতে ভেঙেচুরে ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি আবার নিজেকে বড় সাদী.

আবার নিজেকে কথা দিয়েছি যে জিৎ একদিন হবেই। অন্ধকার প্রেরণে আলো দেখা যাবে তাই আমি রাত দিন শুধু অনুশীলন শুধু প্র্যাকটিস করে চলেছি। আমার সময় নেই বিশ্রাম নেওয়ার সময় নেই শুধু নিজেকে গড়ে তোলার কাজে প্রত্যেকটা মিনিট ব্যয় করছি। কে বলেছে হবে না! 100 বার হবে চেষ্টা করলে হাজার বার হবে। হবে না বলে এমন কোন জিনিস নেই আজ আমি হেরে গেছি বলে এই না যে আমার সবকিছু শেষ না। সবকিছু শেষ নয় আমার জেদ, আমার ইচ্ছা, আমার ক্ষমতা এখনও বেঁচে আছে। তাই এই শেষ থেকে আবার শুরু হবে নতুন পথ চলায়। ডু নট ডিস্টার্ব মি। কারন আমি নিজেকে আরো জেদি বানানোর চেষ্টা করছি। আমাকে আমার মতো করে গড়ে তুলতে দাও। আমার দোষে আমি সবকিছু হারিয়েছি তাই আমি নিজেই একটু একটু করে সবকিছু আবার সাজিয়ে তুলবে তাই বারবার তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করছি। তুলো আর ডিস্টার্ব কেউ বাসেনি আলু চাঁদের পাশে কেউ থাকে না আর আমি কাউকে পাশে চাইও না আমি একাই যথেষ্ট আমার এম্পিয়ার কি আবার গড়ে তোলার জন্য আমার সাম্রাজ্যে ধ্বংস আমি মেনে নেব আমি আবার ঘুরে দাঁড়াবো.

হাই করবো নিজের প্রাপ্যটুকু ছিনিয়ে আনব তাই বারবার তোমাদেরকে বলছি আমাকে বিরক্ত করো না তোমরা থাকো তোমাদের সমাজ তোমাদের কাজ নিয়ে আমাকে জ্ঞান দিতে এসো না চলার পথে আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি আমার ধ্বংসে আমার অসফলতা তোমাদের খুব হাসি পাচ্ছে খুব আনন্দ হচ্ছে সেটা আমি জানি আর হেসে নাও করে নাও আমি আবার ফিরছি সবকিছু তোলপাড় করে দিতে আমি আবার আসছি তাই পারবা তোমাদেরকে বলছি তোমার ডিস্টার্ব মি কারণ আমি এখন নিজেকে সুপারহিরো বানানোর কাজে ব্যস্ত থেকে আমি আশিক বাউন্স ব্যাক আবার উঠে দাড়াও আবার ঘুরে দাঁড়াও আমি জানি তোমার স্বপ্ন একদিন সত্যি হবেই হবে আর কমেন্ট বক্সে অন্তত 5 বার লিখতে ভুলনা হ্যাশট্যাগ ডু নট ডিস্টার্ব.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top