এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়েবসাইট স্পিড টেস্ট টুলস সম্পর্কে। তাই আপনি যদি ওয়েবসাইট স্পিড টেস্ট টুলস সম্পর্কে না জানেন তাহলে নিচের আর্টিকেলটি পড়ুন। এবং এই ওয়েবসাইট স্পিড টেস্ট টুল ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের গতি ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন। তাহলে শুরু করা যাক।

আমি এখন আপনাদের সাথে যে টুলস গুলো শেয়ার করবো সেগুলো আপনারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন খুব সহজে। এবং এই ওয়েবসাইটে স্পিড টুলস গুলোর কাজ 99% সত্য বলে মেনে নিতে পারবেন।

এবং এই টুলসগুলো ওয়েবসাইট স্পিড টুলস গুলো ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের গতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া এই ওয়েবসাইট স্পিড টুলসগুলো বিভিন্ন টিপস দিয়ে থাকে। যে টিপসগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইটের গতি আরও বাড়াতে পারবেন।

সাধারণত আমরা সকলেই জানি ওয়েবসাইটের স্পিড একটা ব্লগ বা সাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সেই সাথে আপনার ওয়েবসাইটটি মোবাইলে ভিজিট করুক কিংবা ডেস্কটপ ইত্যাদিতে, অবশ্যই আপনার ওয়েবসাইটের স্পিড ভালো থাকতে হবে।

যেহেতু ওয়েবসাইট স্পিড একটা ব্লগ বা সাইটের জন্য এতটা গুরুত্বপূর্ণ। তাই আমাদের সকলকে মাঝে মাঝে ওয়েবসাইটে স্পিড চেক করা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসুন আমরা জেনে নেই এমন কিছু টুলস, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড টেস্ট করতে পারবো।

আপনাদের সুবিধার্থে সেরা কিছু ওয়েবসাইট এর স্পিড টেস্ট টুলস দেওয়া হল। এবং টুলস সম্পর্কে কিছুটা ধারনা দেওয়া হল।

1. Google Page Speed Insights. 

আমি Google Page Speed Insights. কে অন্য অন্য ওয়েবসাইট স্পিড টেস্ট টুলসগুলোর আগে রেখেছি। কেননা Google Page Speed Insights হচ্ছে গুগলের একটি প্রতিষ্ঠান। যেহেতু এটা একটি গুগলের সেবা প্রতিষ্ঠান তাই এটার দেওয়া ইনফরমেশন 100% সঠিক হবে

যেহেতু আমরা সবাই চাই আমাদের ওয়েবসাইটটি গুগোলে রেংক করানোর জন্য। তাই আমাদের ওয়েবসাইটটি গুগল কিভাবে চেক করে। এবং আমাদের ওয়েবসাইটটি গুগোল চেক করে ফলাফল কি পাই। সেটা সম্পূর্ণ গুগল আমাদের সাথে শেয়ার কর

Google Page Speed Insights এ আপনি মোবাইল এবং ডেক্সটপ প্রত্যেকটির স্পিড দেখতে পাবেন। যার ফলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে,আপনার ওয়েবসাইটটি যদি মোবাইল দিয়ে ভিজিট করে স্পিড কেমন হবে আর ডেস্কটপ ভিজিট করলে স্পিড কেমন হবে। এবং এই ওয়েবসাইটটি দিয়ে আপনি আপনার নিজের ওয়েবসাইট এর গতি এবং অন্য ওয়েবসাইটের গতিও পরীক্ষা করতে পারবে

ব্যবহার করার পদ্ধতি

প্রথমে আপনি আপনার যে কোন একটি ব্রাউজার ওপেন করো। এবং সেখানে লিখুন Google Page Speed Insights. এবং সার্চ রেজাল্টে আসা প্রথম লিংকে ক্লিক করুন। অথবা এখানে ক্লিক করু

এরপর আপনার সামনে একটা নিচের দেওয়া ছবির মত পেজ ওপেন হবে। এবং সেখানে আপনি যে ওয়েবসাইট এর লোডিং স্পীড চেক করবেন সেটার লিংক পেস্ট করুন। এবং analyze বাটনে চাপ দি

এরপর কিছুক্ষণের মধ্যে আপনার ওয়েবসাইটের পেজ স্পিড আপনার সামনে চলে আসবে। ঠিক নিচের ছবির 

এবং উপরের ছবিতে মার্ক করে দেওয়া mobile desktop এ ক্লিক করে আপনি প্রত্যেকটির লোডিং দেখে নিতে পারবেন। এবং সেই সাথে কি করলে আপনার ওয়েবসাইটে স্পিড আরো ভালো হবে সেটাও জানতে পারবেন। এবং এটাও জানতে পারবেন যে আপনার ওয়েবসাইটের স্পিড কম কেন স্পিড কম কেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *