মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩ প্রকাশিত হয়েছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে মেরিন একাডেমিতে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌ-পরিবহন অধিদপ্তর । বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম সহ সরকারি-বেসরকারি মেরিটাইম শিক্ষা প্রতিষ্ঠানে (মোট ৯টি) ভর্তির মাধ্যমে নটিক্যাল / ইঞ্জিনিয়ারিং ক্যাডেট হিসেবে যোগ দেয়া হবে।মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
মেরিন ক্যাডেট প্রশিক্ষণ কোর্সে ভর্তি ২০২২-২০২৩। Merin Academy Admission Circular 2023
নিম্নবর্ণিত মেরিটাইম শিক্ষা / প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ২০২২-২০২৩ সেশনে ক্যাডেট ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে
প্রতিষ্ঠানের নাম | সিট / আসন সংখ্যা |
---|---|
বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম | পুরুষ ১৪০ জন ও মহিলা ২০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা | পুরুষ ৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল | পুরুষ ৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর | পুরুষ ৫০ জন |
বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট | পুরুষ ৫০ জন |
মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম | পুরুষ ৬৫ জন ও মহিলা ৫ জন |
ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা | পুরুষ ৮০ জন |
ওয়েষ্টার্ণ মেরিটাইম একাডেমি, ঢাকা | পুরুষ ৪০ জন |
মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম | পুরুষ ৪০ জন |
আবেদনের যোগ্যতা
- বয়স : ৩০ জুন ২০২২ইং তারিখে সর্বোচ্চ ২২ বৎসর (পুরুষ/মহিলা)।
- শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) এবং উচ্চ মাধ্যমিক/সমমান (বিজ্ঞান) উভয় পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা জিপিএ ৩.৫০। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ ও গণিত বিষয়ে পৃথক ভাবে জিপিএ ৩.৫০ এবং ইংরেজীতে ন্যূনতম জিপিএ ৩.০০ বা IELTS গড় স্কোর ৫.৫ থাকতে হবে।
- ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী : O লেভেলে ৫টি বিষয়ের মধ্যে ন্যূনতম ৩ টিতে A গ্রেড ও ২টিতে B গ্রেড থাকতে হবে এবং A লেভেলের জন্য নূনতম ২ টি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ (উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান এবং গণিতসহ) হতে হবে।
- শারীরিক মান (নূন্যতম) : উচ্চতা পুরুষ ৫’-৪”; মহিলা ৫’-২”। ওজন বিশ্ব স্বাস্থ্য সংস্থার BMI চার্ট মোতাবেক হতে হবে BMI নূন্যতম মান ১৭ এবং সর্বোচ্চ ২৭ । যেমন ৫’-৪”; ৪৫-৭১ কেজি; ৫’-৬”; ৪৮-৭৬ কেজি)।
- দৃষ্টিশক্তি: নটিক্যাল ক্যাডেটের জন্য ৬/৬, ইঞ্জিনিয়ারিং ক্যাডেটের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে)।
- নাগরিকত্ব : বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিক।
- বৈবাহিক অবস্থা : অবিবাহিত হতে হবে।
অনলাইনে আবেদনের নিয়ম
নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট: www.dos.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহন করা হবে। আবেদনের নির্দেশিকা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে।
অনলাইনে ভর্তি আবেদনের নির্দেশনা দেখুন: https://doscadet.solutionart.net/media/application-guideline.pdf
ভর্তি পরীক্ষা
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ প্রার্থীদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেবে হবে।
Post Tag: মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২২, মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি যোগ্যতা ২০২২-২০২৩, মেরিন একাডেমি ভর্তি সার্কুলার, মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রশ্ন, মেরিন একাডেমী ভর্তি যোগ্যতা, Marine Academy, Marine engineering, Marine Fisheries Academy, maritime academymaritime university, মেরিন একাডেমি