Poco M5 সিরিজ এলো আকর্ষণীয় দামে বড় চমক নিয়ে এম সিরিজের নতুন ফোন নিয়ে এসেছে পোকো। Poco M5 নামের এই ডিভাইস বাজেটের মধ্যে ভালো গেমিং পারফরমেন্স দিতে পারবে। মূলত কম দামে অসাধারণ গেমিং স্পেসিফিকেশন দেওয়ার চেষ্টা করে আসছে পোকো।পোকো এম৫ ফোনে থাকছে দারুন সব ফিচার
পোকো এম৫ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর।
- পোকো এম৫ একটি ৪জি ফোন হতে চলেছে বলে শোনা গিয়েছে।
- অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হতে পারে পোকো ‘এম’ সিরিজের এই ফোন।
- এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির IPS এলসিডি ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে।
- পোকো এম৫ ৪জি ফোনে একটি 5000mAh ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে।
- ফোনের সাইডের অংশে সিকিউরিটি ফিচার হিসেবে থাকছে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ ভি৫ সাপোর্ট থাকছে। আরও থাকছে টাইপ-সি ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। তবে কী কী ক্যামেরা সেনসর থাকতে পারে সেগুলো জানা যায়নি। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা সেনসর নিয়েও কিছু জানা যায়নি।
পোকো এম৫ ফোনের দাম poco m5 price in bangladesh
এই ফোন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এই দুই ভ্যারিয়েন্টের ফোনের দাম হতে পারে যথাক্রমে ১৫ এবং ১৬ হাজারের আশপাশে। কালো, সবুজ এবং হলুদ এই তিন রঙে পাওয়া যাবে পোকো এম৫ ফোন।
প্রযুক্তি, শিক্ষা ও চাকরি বিষয়ক তথ্য পেতে Edu Times সাইট সাথে থাকুন
ধন্যবাদ