আমি আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অরিজিনাল মোবাইল চেনার উপায় বা অরিজিনাল ফোন চেনার উপায় সম্পর্কে। তাই আপনি যদি অরিজিনাল মোবাইল চেনার উপায় বা অরিজিনাল ফোন চেনার উপায় সম্পর্কে না জানেন।তাহলে আজকের পোস্টটি আপনি ভালোভাবে পড়তে পারেন। কেননা আমি আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অরিজিনাল মোবাইল চেনার উপায় সম্পর্কে। তাই প্রিয় বন্ধু! আপনি যদি অরিজিনাল মোবাইল চেনার উপায় সম্পর্কে জানতে চান তাহলে আপনি শেষ পর্যন্ত পড়ুন এবং আপনার বন্ধুদের সাহায্য করুন। তাহলে শুরু করা যাক।
আমাদের প্রায় প্রত্যেকেরই আসে তাকে একটা স্মার্ট ফোন কিনার। এবং সবার মনে একটাই প্রশ্ন সব সময় তাকে সেটা হচ্ছে, আমি যে ফোন ক্রয় করব সেটা অরিজিনাল কিনা চিনব কিভাবে? বা আমি যে ফোনটি ক্রয় করেছি সেটা অরিজিনাল কিনা?। আবার অনেকেই ফোন ক্রয় করার পরে নিজে নিজে মনে করে আমি কি ঠকে গেলাম নাকি। আমার মোবাইল অরিজিনাল নাকি ডুপ্লিকেট সবাই মোবাইল ক্রয় করার পর শঙ্কায় থাকে। প্রায় আমরা অনেকেই জানি না অরিজিনাল ফোন এবং ডুবলিকেট ফোন চেনা সম্পর্কে। (অরিজিনাল মোবাইল চেনার উপায়)
তাই আজকের আর্টিকেলে আপনাদের জন্য নিয়ে আসলাম সবচাইতে জনপ্রিয় অরিজিনাল মোবাইল চেনার উপায় এবং পদ্ধতিগুলো।
অরিজিনাল মোবাইল চেনার উপায় যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যায় তাহলে অরিজিনাল মোবাইল চেনার উপায় অনেকগুলো রয়েছে যেগুলো সব বলা সম্ভব নয়। কিন্তু আপনাদের সাথে অরিজিনাল মোবাইল চেনার সবচেয়ে ভালো উপায় শেয়ার করব।(অরিজিনাল মোবাইল চেনার উপায়)
বাংলাদেশের বাজারে মোবাইল কিভাবে লঞ্চ হয়।
আমাদের বাংলাদেশের বাজারে সাধারণত মোবাইল দুইভাবে লঞ্চ করা হয়। ১. অফিসিয়াল ২. আনঅফিসিয়াল।
অফিশিয়াল অর্থ কি।
অফিসিয়াল মোবাইল বলতে প্রত্যেক ওই মোবাইল কে বুঝায়। যেগুলো মূলত বাংলাদেশের লঞ্চ হয়ে থাকে সরকারি টেক্স এর মাধ্যমে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে যেগুলো আমাদের দেশের সম্পূর্ণ নিয়ম কানুন মেনে লঞ্চ করা হয়। এবং সেগুলো বাংলাদেশের বাজারে বিভিন্ন দোকানপাট ইত্যাদি পাওয়া যায়। এবং অফিসিয়াল মোবাইল ফোন গুলো খুব ভালো হয়ে থাকে।(অরিজিনাল মোবাইল চেনার উপায়)
আনঅফিসিয়াল অর্থ কি।
আনঅফিসিয়াল মোবাইল হচ্ছে অফিসিয়াল মোবাইল এর বিপরীত। অর্থাৎ আনঅফিসিয়াল মোবাইল প্রত্যেক ওই মোবাইল ক বুঝায়,যেগুলো সম্পূর্ণ দেশের আইন ভঙ্গ করে লঞ্চ করা হয়। যেগুলো সরকারকে ট্যাক্স প্রদান করে না। এবং এই মোবাইল গুলোর কোনও তথ্য আমাদের দেশে সংরক্ষণ করা থাকে না। এবং আর অফিসের মোবাইল গুলো খুব বাজে হয়ে যায়।
অফিসিয়াল বা অরিজিনাল মোবাইল চেনার উপায়।
অফিশিয়াল বা অরিজিনাল মোবাইল চেনার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার মোবাইলের প্যাকেট আপনার সামনে নিতে হবে। মোবাইলের প্যাকেট নেওয়ার পর প্যাকেট এর নিচে একটা IMEI নাম্বার দেখতে পাবেন। এবং এই IMEI নাম্বারটি খাতায় বা অন্য কোথাও লিখে রাখতে হবে।
IMEI নাম্বারটি লিখে রাখার পর আপনাকে যেতে হবে মেসেজ অপশনে। মেসেজ অপশনে যাওয়ার পর আপনাকে টাইপ করতে হবে বড় হাতের KYD। KYD টাইপ করার পরে আপনি যে নাম্বারটি লিখে রেখেছিলেন সেটি টাইপ করতে হবে। এবং সর্বশেষ আপনাকে ১৬০০২ নাম্বারে এসএমএস টা পাঠিয়ে দিতে হবে। ফিরতি এসএমএস আসার পরে আপনি জানতে পারবেন আপনার ফোনটি বিটিআরসির সার্ভারে আছে কিনা। অর্থাৎ আপনি আপনার ফোন অরিজিনাল কিনা সেটা জানতে পারবেন।(অরিজিনাল মোবাইল চেনার উপায়)
মোবাইল অনুযায়ী অরিজিনাল মোবাইল চেনার উপায় সম্পর্কে।
অরিজিনাল আইফোন চেনার উপায়।
আন্তর্জাতিক অনলাইন নিউজ থেকে জানা যায় যে বিশ্ববাজারে নকল আইফোন ছড়িয়ে পড়েছে। এমনকি আমাদের দেশেও প্রায় সব জায়গাতেই আইফোন এখন পাওয়া যায়। ঢাকার মোবাইল ফোন বাজারে দুই ধরনের আইফোন এর সন্ধান পাওয়া যায় যেগুলোর নাম হচ্ছে ক্লোন এবং রিকন্ডিশন্ড। এই নকল আইফোন গুরু হুবহু আসল আইফোন এর মত। তো এখন আমরা জানবো অরিজিনাল আইফোন চেনার উপায় সম্পর্কে। অরিজিনাল আইফোন চেনার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন।(অরিজিনাল মোবাইল চেনার উপায়)
আরো পড়ুন:- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২১। How to check SSC results 2021.
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২।
অরিজিনাল আইফোন চেনার নিয়ম।
অরিজিনাল ফোন চেনার জন্য আপনাকে সর্বপ্রথম ফোনের IMEI এবং বক্সের IMEI ঠিক আছে কিনা। যদি ফোনের IMEI এবং বক্সের IMEI থাকে তাহলে বুঝবেন আপনার আইফোনটি আসল। ফোনের IMEI চেক করার জন্য ডায়াল প্যাডে যাওয়ার পর *#০৬# ডায়াল করলে আপনার আইফোনের IMEI সম্পর্কে জানতে পারবেন। অথবা আইফোনের এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার মোবাইলের সব তথ্য জানতে পারবেন। ওয়েবসাইটে যাওয়ার জন্য এখানে ক্লিক করুন।এবং ভুয়া আইফোনের পর্দা কিছুটা ছোট।